Events
News & Events
Here you can find our recent news and events

CALL FOR ABSTRACT
Submit your innovative ideas and research for our upcoming "BSCRS CONGRESS 2025" Last date of submission 30/01/2025. Submit your abstract through: abstract@bscrsbd.com bscrsbd@gmail.com

শোকবার্তা
বাংলাদেশ সোসাইটি অব কোলন ও রেক্টাল সার্জনস গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছে যে,গত ২১ জুলাই ২০২৫ তারিখে ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার ফলে বহু মূল্যবান প্রাণ অকালে ঝরে গেছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। বিশেষভাবে শ্রদ্ধা জানাই অধ্যাপিকা মাহেরিন চৌধুরীর প্রতি,যিনি নিজ জীবন উৎসর্গ করে অসংখ্য শিক্ষার্থীর প্রাণ রক্ষা করেছেন, যা মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি একইসাথে, আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।বাংলাদেশ সোসাইটি অব কোলন ও রেক্টাল সার্জনস এই দুর্ঘটনায় গভীরভাবে শোকাহত এবং সংশ্লিষ্ট সকলের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে।

Day-long pleasure tour at Kazi Resort, Gazipur
The Colorectal Department of Dhaka Medical College & Hospital will arrange a day-long pleasure tour at Kazi Resort, Gazipur on 23rd August 2025.

Announcement
বাংলাদেশ সোসাইটি অব কোলন এন্ড রেক্টাল সার্জনস-এর সকলকে অবগত করা যাচ্ছে যে, আগামীকাল ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি সভা অনুষ্ঠিত হবে। সময়: দুপুর ১২.০০টা ; স্থান: Conference Room, Shawrawary Medical College & Hospital. উক্ত সভায় সমিতির সকল সদস্যের উপস্থিতি প্রত্যাশিত।
.jpg)